০৩ ডিসেম্বর ২০২৪, মঙ্গলবার, ১১:১২:৫৫ অপরাহ্ন
"যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রানীনগরে ফ্রি চিকিৎসা সেবা"
  • আপডেট করা হয়েছে : ২৯-১০-২০২৪
"যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে রানীনগরে ফ্রি চিকিৎসা সেবা"

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলার রানীনগরে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা জাতীয়তাবাদী যুবদল রানীনগর শাখার উদ্যোগে সদরের এছাহক টাওয়ার প্রাঙ্গণে এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে এলাকার অসহায়, দরিদ্র, খেটে-খাওয়া ও ছিন্নমূল মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ বিতরণ, এবং রক্তের গ্রুপ পরীক্ষার সুযোগ ছিল।


এই ফ্রি মেডিকেল ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। অনেকে দীর্ঘদিন ধরে অসুস্থ থাকলেও অর্থাভাবে চিকিৎসা করাতে পারেননি; তারা এই ক্যাম্পের মাধ্যমে সেবা পেয়ে উপকৃত হন। যুবদলের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাজের দরিদ্র শ্রেণির মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের স্বাস্থ্যসেবায় সহায়তা করা তাদের অন্যতম উদ্দেশ্য।


ক্যাম্পে উপস্থিত ছিলেন যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) মোজাক্কির হোসেন, যুগ্ম আহ্বায়ক আতিকুল ইসলাম জেমস, সিরাজ-এ আলম, উপজেলা বিএনপির সদ্য নির্বাচিত সভাপতি আলহাজ্ব মো. এছাহক আলী, সাবেক সভাপতি এস.এম. আল ফারুক জেমস, এবং আরও বিভিন্ন স্থানীয় নেতা ও যুবদলের কর্মীরা। ক্যাম্প পরিচালনায় যুবদলের নেতা-কর্মীরা একজোট হয়ে স্থানীয় জনগণকে চিকিৎসা সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।


মোজাক্কির হোসেন বলেন, "যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের চেষ্টা ছিল মানুষের কল্যাণে কাজ করা। আমাদের ছোট পরিসরে হলেও মানুষের উপকারে আসতে পেরে আমরা আনন্দিত।" অনুষ্ঠানে তিনি আরও জানান, ভবিষ্যতেও যুবদল জনকল্যাণমূলক কাজের উদ্যোগ নিয়ে স্থানীয় জনগণের পাশে থাকবে।


এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ স্বল্প খরচে চিকিৎসা সেবা লাভ করায় সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, এমন উদ্যোগ আরও বেশি হলে গরিব মানুষের স্বাস্থ্যসেবা সহজলভ্য হবে। যুবদল আয়োজিত এই মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে প্রশংসিত হয়, যা ভবিষ্যতে সামাজিক উন্নয়নের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

শেয়ার করুন